dse-up-dowenশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেনে দর বাড়া্র শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেস্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩০ দশমিক ৭২ শতাংশ।

renwieckডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৫ লাখ ৩৮ হাজার ৮৩৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা নর্দান জুটের দর বেড়েছে ১৭ দশমিক ৩৪ শতাংশ। সমাপ্ত সপ্তাহে এই কোম্পানির প্রতিদিন গড়ে ৮৫ লাখ ৭৫ হাজার ১৬৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ৫ কোটি ১৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির দর ১৪ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে এই কোম্পানির প্রতিদিন গড়ে ২ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৮৩৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটির ১৫ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গেইনার তালিকায় থাকা ইস্টার্ন কেবলসে ১২ দশমিক ৩৭ শতাংশ, বিএসআরএম লিমিটেডে ১১ দশমিক ৫৭ শতাংশ, ওয়াটা কেমিক্যালে ১১ দশমিক ৯ শতাংশ, অ্যাপেক্স ট্যানারিতে ৯ দশমিক ৯৩ শতাংশ, ন্যাশনাল টিউবে ৯ দশমিক ৯৩ শতাংশ, এমবি ফার্মাতে ৯ দশমিক ৮০ শতাংশ এবং আনলিমা ইয়াং ডাইংয়ে ৯ দশমিক ৭৭ শতাংশ দর বেড়েছে।