dse-up-dowenশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে আজ  দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়। সূচকের পাশাপাশি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনও কমেছে। ডিএসইতে আজ ৩১৩ টি কোম্পানির ৭ কোটি ৫৯ লাখ ৭ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২০৯ কোটি ৫৪ লাখ ৯২ হাজার ৩০০ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১৬৭ কোটি ৭৪ লাখ টাকা কম।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২.৩৯ পয়েন্ট কমে ৪৪৯৫.১৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১১.২৬ পয়েন্ট কমে ১৭৫৯.৫৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৬.৩১ পয়েন্ট কমে ১১০৪.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৩ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩ টির, কমেছে ২০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টি কোম্পানির শেয়ার।

Screenshotতবে টাকার অংকে লেনদেনের শীর্ষস্থানীয় ১০টি কোম্পানি হলো: ইসলামি ব্যাংক,লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাকমী ল্যাব,স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক,ন্যাশনাল ফিড মিল,ন্যাশনাল ব্যাংক,বিএসআরএম লিমিটেড,শাহজিবাজার পাওয়ার ও আমান ফীডস।

এদিকে শেষ মুহূর্তে ইনডেস্কের উৎফলন ঘটেছে। এক সময় ইন ডেস্কের মান ৬৫ পয়েন্ট কমে গিয়েছিল। সেখান থাকে শেষ মুহূর্তে বাই পেশারের কারনে তা -১২.৩৯ এ দাড়ায়। অনেকটা রিকভারি করেছে ইনডেস্ক । সকাল থেকে পতনে থাকা ইনডেস্ক বেলা ১.০০ পর্যন্ত অনেকটা  রিকভারি করেছে। সকাল থেকে ইনডেস্কের পতন হলেও শেষ পর্যন্ত ট্রেন্ড বজায় রেখেছে ইনডেস্ক ।

সকাল থেকেই ইনডেস্কের বিশাল পতন দেখা যায়। এক পর্যায়ে ৬৫ পয়েন্ট নেগেটিভে যায়। তবে দিন বাড়ার সাথে সাথে তা  উন্নত করার চেষ্টা চলে। দিনের শুরুতে বিনিয়োগকারীদের আগ্রহ ফার্মা সেক্টরের দিকে, তবে মার্কেট ফ্রেম দেখলে দেখা যায় দিনের শুরুতে বিনিয়োগকারীদের আগ্রহ ফার্মা সেক্টরের দিকে। তবে দিনশেষে বিনিয়োগকারীরা ব্যাংকের শেয়ারে ঝুঁকছেন।

tradeআজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইসলামী ব্যাংকের মোট ৩৬ লাখ ৯২ হাজার ১৩৭টি শেয়ার ১ হাজার ২১৪ বার লেনদেনে হাতবদল হয়। যার বাজার মূল্য ১১ কোটি ৫ লাখ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ কোম্পানিটি মোট ৯ কোটি ৮৬ লাখ টাকা বাজার মূল্যের ১২ লাখ ৭৩ হাজার ৭৮২টি শেয়ার লেনদেন করেছে। লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে একমি ল্যাবরেটরিজ। এই কোম্পানি ৮ লাখ ৫৭ হাজার ২৬৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ৯ কোটি ৮২ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা ৯ কোটি ৫১ লাখ টাকা, সিটি ব্যাংক ৬ কোটি ৭১ লাখ টাকা, ন্যাশনাল ফিড মিল ৬ কোটি ৬৩ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংক ৪ কোটি ৮৭ লাখ টাকা, বিএসআরএম লিমিটেড ৪ কোটি ৭৪ লাখ টাকা, এসপিসিএল ৪ কোটি ৬৪ লাখ টাকা ও আমান ফিড ৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।