gulsan artiganশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা:  সুনসান গুলশান। সপ্তাহের কর্মব্যস্ততা শেষে ছুটির দিন শুক্রবার কেউ বেরিয়েছেন পরিবারের সঙ্গে শপিংয়ে, কেউ আশপাশ থেকে একটু ঘুরে আসতে। রাজধানীর অভিজাত এই এলাকাও ব্যতিক্রম ছিল না। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত ৯টার দিকে শুরু ভয়াবহ ঘটনা।

শুক্রবার (২ জুলাই) গুলশান ২ এর ৭৯ নম্বর সড়কে ৫নং বাসার দ্বিতীয় তলায় হলি আর্টিসান রেস্টুরেন্টে রাত সাড়ে ৯টার দিকে হামলা চালায় পাঁচ অস্ত্রধারী। বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে এবং গুলি চালিয়ে শুরু নারকীয় তাণ্ডব। এসময় পুলিশের সঙ্গে গুলিবিনিময় হয়।

ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন বনানী থানার ওসি সালাউদ্দিন, ডিবির এসি রবিউল ইসলাম, পুলিশের দুই কনস্টেবল, একজন মাইক্রোবাসচালকসহ ২০ জনের বেশি। গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন ওসি সালাউদ্দিন এবং এসি রবিউল। সন্ত্রাসীরা গলাকেটে হত্যা করেছে ২০ বিদেশিকে। অভিযানে নিহত হয়েছে সন্ত্রাসীরাও।

ঘটনার পাশেই একটি ভবনেই ছিলেন দক্ষিণ কোরিয়ার অধিবাসী ডিকে হোয়াং। মোবাইলেই সাহস করে ধারণ করেছেন ঘটনার অনেকাংশই। পাঠকদের জন্য তুলে দেয়া হলো সেই ভিডিওগুলো।

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TJYQ7XwiIOQ

 

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=-cBB8Kh45l4