hamid lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষ অবস্থান করছে হামিদ ফেব্রিক্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮ দশমিক ৭৬ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির গড়ে প্রতিদিন ৮৮ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ৮ দশমিক ৫৩ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ কোটি ৯২ লাখ ৬৬ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২৪ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ৭ দশমিক ৬৩ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১১ কোটি ৭০ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলে ৬ দশমিক ২২ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালে ৫ দশমিক ৫৭ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে ৪ দশমিক ৫৯ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলে ৪ দশমিক ২০ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিং মিলে ৪ দশমিক ১৭ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজে ৪ দশমিক ৬ শতাংশ এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ৩ দশমিক ৫৭ শতাংশ দর কমেছে।