square groupশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহজুড়ে ওষুধ-রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মা লিমিটেড লেনদেনের শীর্ষে উঠে এসেছে। তবে হঠাৎ এত লেনদেন কিসের ইঙ্গিত এ নিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসে বিনিয়োগকারীদের মধ্যে আলোচনার শেষ নেই। সপ্তাহজুড়ে স্কয়ার ফার্মার লেনদেন বেড়েছে ২ দশমিক ৫৯ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি পুরো সপ্তাহে ২৭ লাখ ১৫ হাজার ৯৬৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ৭১ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা একমি ল্যাবরেটরিজ লিমিটেডের লেনদেন বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ। কোম্পানিটি সপ্তাহজুড়ে ৫৫ লাখ ৭৫ হাজার ৬০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ৬৪ কোটি ৫০ লাখ ৬৭ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা লাফার্জ সুরমা সিমেন্টের লেনদেন বেড়েছে ৯ দশমিক ৪১ শতাংশ। কোম্পানিটি সপ্তাহজুড়ে ৮২ লাখ ৬ হাজার ৯১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ৬২ কোটি ৪৯ লাখ ৪২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা ইসলামী ব্যাংকের ৬ দশমিক ৫৭ শতাংশ, আমান ফিড লিমিটেডের ৪ দশমিক ২৫ শতাংশ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের দশমিক ৭১ শতাংশ, কেয়া কসমেটিকসের ১ দশিমক ৭১ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ২ দশমিক ৫১ শতাংশ লেনদেন বেড়েছে।