bord mettingশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বোর্ড সভা আজ বিকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে । কোম্পানিগুলো হলো: পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও আফতাব অটো মোবাইলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স: তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ২০১৬ পর্যন্ত (প্রথম প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আফতাব অটো মোবাইলস: তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি আফতাব অটো মোবাইলস দুপুর ২ টা ১০মিনিটে অনুষ্ঠিত হবে বোর্ড সভা ।সভায় ৩১ মার্চ২০১৬ পর্যন্ত তিন মাসের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সন্ধানী লাইফ: তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্সুরেন্সের বৃহস্পতিবার দুপুর ২টা ১৫মিনিটে অনুষ্ঠিত হবে বোর্ড সভা । সভায় ৩১ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

একই বোর্ড সভায় কোম্পানিটি ৩১ মার্চ২০১৬ পর্যন্ত (প্রথম প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। উল্লেখ্য, ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি গত বছর (২০১৪) ২২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।