bsec lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যামিলিটেক্স ও আর.এন স্পিনিং লিমিটেডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিগুলোর অস্বাভাবিক লেনদেন ও দর উঠা-নামার কারণে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।

ডিএসইর তথ্য অনুযায়ী, ফার কেমিক্যালের শেয়ার দর গত ২৯ মে থেকে ৮ জুন পর্যন্ত একটানা বেড়েছে। এই সময়ে শেয়ারটির দর বেড়েছে ২৭ টাকা ৫০ পয়সা থেকে ৩০ টাকা ৯০ পয়সা পর্যন্ত।

ফ্যামিলি টেক্সের শেয়ার দর গত ১৯ জুন থেকে ২২ জুন পর্যন্ত ৮ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৮ ৯০ পয়সা পর্যন্ত হয়। অন্যদিকে আর.এন স্পিনিংয়ের শেয়ার দর গত ৬ জুন থেকে ৭ জুনের মধ্যে ১৮ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ২০ টাকা ১০ পয়সা পর্যন্ত হয়।