acme-labশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। তবে এ সপ্তাহে একমি ল্যাবরেটরিজের শেয়ারের দর না বাড়লেও লেনদেন বাড়ছে। তবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির লেনদেন কমেছে ৫ দশমিক ৬০ শতাংশ।

acme 1ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচিত সপ্তাহে কোম্পানিটি মোট ৮১ লাখ ৫৭ হাজার ৬১৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ৯৪ কোটি ৩৩ লাখ ২৫ হাজার টাকা। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

আলোচিত সপ্তাহে কোম্পানিটির লেনদেন কমেছে ২ দশমিক ২৯ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৫১৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ৬০ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা অলিম্পিক অ্যাক্সেসরিজের দেন কমেছে ১ দশমিক ৪৬ শতাংশ। আলোচিত সপ্তাহে কোম্পানিটি ২ কোটি ৬ লাখ ৭০ হাজার ৬৩২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ৫৫ কোটি ৩ লাখ ৭২ হাজার টাকা।

এছাড়া টপটেন তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে রয়েছে ন্যাশনাল ফিড মিল, স্কয়ার ফার্মা, ইবনে সিনা, আমান ফিড, ডরিন পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।