BANK LAGOশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে তিন ব্যাংকের শেয়ারের দর উল্টা রথে চলছে। ফলে এসব কোম্পানির বিনিয়োগকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। পুঁজিবাজারে ব্যাংকিং খাতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত রয়েছে ৩০টি ব্যাংক। তালিকাভুক্ত সব ব্যাংকের শেয়ার দরে পরিবর্তন হয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার শেয়ার দরে স্থিতি অবস্থায় রয়েছে ৭টি ব্যাংক।

তবে এই ৭টি ব্যাংকের শেয়ার দরে কোন পরিবর্তন না হলেও ৩টি ব্যাংকের শেয়ার দর হয়েছে আনলাকী টেন। প্রত্যোকটির শেয়ার দর কমেছে ১০ শতাংশ করে।

bank2ব্যাংক তিনটি হলো- সাউথইস্ট ব্যাংক, শাহ জালাল ইসলামী ব্যাংক ও ঢাকা ব্যাংক। বৃহস্পতিবারের আনলাকী ঢাকা ব্যাংকের বুধবার দর ছিল ১৪.১০ টাকা। বৃহস্পতিবার ১০ শতাংশ কমে হয়েছে ১৪ টাকা।

bank 1সাউথইস্ট ব্যাংকের দর ১০ শতাংশ কমে ১০.৮০ টাকা এবং শাহ জালাল ইসলামী ব্যাংকের শেয়ার দর ১০ শতাংশ কমে ১০.৮০ টাকায় দিনের লেনদেন সম্পন্ন হয়। অন্যদিকে, ৩০ টি ব্যাংকের মধ্যে বেশিরভাগ ব্যাংকের শেয়ার দরে উত্থান দেখা গেছে। কারণ, ব্যাংকগুলোর প্রথম প্রান্তিকে প্রায় দুই-তৃতীয়াংশ ব্যাংকের মুনাফা এক বছর আগের তুলনায় বেড়েছে।

bank 3তালিকাভুক্ত ৩০টির মধ্যে এখন পর্যন্ত ২৯টি ব্যাংক চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ২০টি ব্যাংকের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ৯টি ব্যাংকের মুনাফা।