dse lago curentশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে মিউচ্যুয়াল ফান্ড খাতের ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।  ডিএসই সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার ডিএসই’তে ভ্যানগার্ড এএমএল ফান্ডের ইউনিট দর ৮.৭০ শতাংশ বা ০.৮০ টাকা বেড়ে গেইনারের শীর্ষে অবস্থান করে। সারাদিনে ফান্ডটির মোট ৫ হাজার ইউনিট ৩ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৫০ হাজার টাকা। আজ এর দর ১০ টাকায় অপরিবর্তীত থাকে। গত এক বছরে এ ফান্ডের দর সর্বনিম্ন ছিল ৮.৫০ টাকা এবং সর্বোচ্চ দর ছিল ১৮ টাকা।

ডিএসই’তে টপটেন গেইনারের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে আইসিবি’র দর বেড়েছে ৬.৫৬ শতাংশ, ফার্স্ট জনতা মিউচ্যুয়ার ফান্ডের ৬.৫২ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৫.৭৪ শতাংশ, তশরিফা ইন্ডাসট্রিজের ৫.৬৫ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৫.৪১ শতাংশ,

এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ডের ৫.৩৬ শতাংশ, ন্যাশনাল ফিডের ৫.১৪ শতাংশ, বিচ হ্যাচারির ৫.১০  শতাংশ এবং খান ব্রার্দাসের শেয়ারদর বেড়েছে ৪.৯১ শতাংশ।