evinec tex lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আইপিও অনুমোদন পাওয়া বস্ত্রখাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে। আজ রোববার ডিএসইর বোর্ড সভায় কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে ইভেন্স টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটিকে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। ২০১৫ সালের ডিসেম্বরে শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৬২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৬২ পয়সা।

ডিএসইতে তালিকাভুক্তির পর পুঁজিবাজারে ইভিন্স গ্রুপের দ্বিতীয় কোম্পানি হবে এটি। এর আগে ২০১৩ সালে দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এই গ্রুপের আর্গন ডেনিমস লিমিটেড।