apollo ispatশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের তৃতীয় প্রান্তিকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস সংশোধনের পর বেড়েছে। সংশোধনের পর কোম্পানির ইপিএস ২ পয়সা বা ৯ শতাংশ বেড়েছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংশোধন করলে এই তথ্য পাওয়া যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি,১৬-মার্চ,১৬) শেয়ারপ্রতি আয় করেছে ২৫ পয়সা। সংশোধনের আগে কোম্পানিটির ইপিএস ছিল ২৩ পয়সা। কোম্পানিটির এনওসিএফপিএস ৪ টাকা ৪৪ পয়সার পরিবর্তে ৪ টাকা ১৬ পয়সা হবে। এছাড়া কোম্পানির অন্যান্য তথ্য আগের মতোই থাকবে।