Looser_picশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সবচেয়ে বেশি দর কমেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলসের শেয়ারের।

আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫.৮০ শতাংশ। মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার শ্যামপুর সুগার মিলসের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৬.৯ টাকা। বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৬.৫ টাকায়। দিনের মধ্যে শেয়ারটির দরসীমা ছিল ৬.৪ টাকা থেকে ৬.৫ টাকা।

দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে—পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ৩.৯৬ শতাংশ, কে অ্যান্ড কিউ এর ৩.৬৯ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৩.৩২ শতাংশ, জেমিনি সী ফুডের ২.৭৬ শতাংশ,

আইসিবি ইসলামি ব্যাংকের ২.৫৬ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ২.৫৩ শতাংশ, প্রিমিয়ার লীজিং এর ২.৩৩ শতাংশ, সাফকো স্পিনিং এর ২.৩৩ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্সের ২.২৪ শতাংশ দর কমেছে।