regent tex lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে সবচেয়ে বেশি দর কমেছে বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইলের শেয়ারের দর। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫.৭১ শতাংশ। বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে রবিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার রিজেন্ট টেক্সটাইলের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৪ টাকা। রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১৩.২ টাকায়। দিনের মধ্যে শেয়ারটির দরসীমা ছিল ১৩.১ টাকা থেকে ১৩.৫ টাকা।

দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে—হামিদ ফেব্রিকসের ৪.৪৪ শতাংশ, মডার্ন ডাইং-এর ৪.৩১ শতাংশ, আনলিমা আর্নের ৪.৩০ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৪.১২ শতাংশ, বিচ হ্যাচারির ৪.০৪ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৩.৮৯ শতাংশ,

সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৩.৮৫ শতাংশ, সাফকো স্পিনিং-এর ৩.৮২ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৩.৭০ শতাংশ দর কমেছে। দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।