dse-cse lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সামান্য মূল্য সূচকের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে বর্তমান বাজারের এ উঠানামাকে স্থিতিশীল বাজারের লক্ষন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

এছাড়া অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উত্থান হয়েছে। স্টক এক্সচেঞ্জ দুটি’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৪১৮.৯৯ পয়েন্টে। যা আগের দিন (৮ জুন) ৭.৯১ পয়েন্ট বেড়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৪০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যার পরিমাণ বুধবার হয় ৩২৩ কোটি ৩১ লাখ টাকার। আজ লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৪১টির ও অপরিবর্তিত রয়েছে ৬২টির।

ডিএসইতে লেনদেনে টানা তিনদিন ধরে শীর্ষে রয়েছে একমি ল্যাবরেটরিজ। এ কোম্পানির ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বিএসআরএম লিমিটেডের ১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশনস।

লেনদেনে এরপর রয়েছে— বাংলাদেশ বিল্ডিং সিষ্টেম, লিন্ডে বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, আমান ফিড, অলিম্পিক এক্সেসরিজ। সিএসইতে সিএসসিএক্স মূল্যসূচক ১.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮২৭৪.৩৪ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৯০ লাখ টাকার। লেনদেন হওয়া ২৩১টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৯৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির।