acme lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের  চতুর্থ স্থানে উঠে এসেছে একমি ল্যাবরেটরিজ। বুধবারের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫.৩৪ শতাংশ দর কমেছে কোম্পানিটির শেয়ারের। মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

acme 8-6উল্লেখ্য, গত মঙ্গলবার একমি ল্যাবরেটরিজ লিমিটেডের উভয় স্টক এক্সচেঞ্জে এক সাথে লেনদেন শুরু করেছ। প্রথম কার্যদিবসে কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ২০ হাজার ৩০৮টি শেয়ার হাতবদল হয়েছে। উভয় স্টক এক্সচেঞ্জে সূত্রে এ তথ্য জানা যায়। একমি ল্যাবরেটরিজের শেয়ার লেনদেন মঙ্গলবার ১৩৫ টাকায় শুরু হয়েছে। তবে লেনদেন শুরুর আগে নিয়ন্ত্রক সংস্থা বিনিয়োগকারীদের ঋণ সুবিধার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিনিয়োগকারীদের ক্ষতির মুখ থেকে রক্ষা করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এমন নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জানিয়েছেন পুঁজিবাজার সংশ্লিষ্ট অনেকে। নিষেধাজ্ঞার এমন তথ্য মঙ্গলবার প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বাজার সংশ্লিষ্টরা বলেন, ৩০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করায় খুব ভালো হয়েছে। একমি কোম্পানির শেয়ার অনেক লোভের সৃষ্টি করবে। যে কারণে নিষেধাজ্ঞা আরোপ করায় অনেক বিনিয়োগকারীর পেট বাঁচবে।

এছাড়া বুধবার সবচেয়ে বেশি দর কমেছে আরএন স্পিনিং মিলসের শেয়ারের। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ৬.৯৭ শতাংশ। দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে— সমতা লেদারের ৬.০৬ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৩.৮৪ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ২.১৬ শতাংশ,

আজিজ পাইপসের ২.১২ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২ শতাংশ, এনসিসিবিএএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১.৯২ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৮৫ শতাংশ দর কমেছে। দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।