dhaka insশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫.৪৮ শতাংশ। সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৪.৬ টাকা। মঙ্গলবার দিন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১৫.৪ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দরসীমা ছিল ১৪.৬ টাকা থেকে ১৬ টাকা।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে— সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪.৫১ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৩.৩৪ শতাংশ, পূবালি ব্যাংকের ২.৭৯ শতাংশ, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের ২.৭৯ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ২.৭৮ শতাংশ,

সাউথইষ্ট ব্যাংকের ২.৬৩ শতাংশ, ব্যাংক এশিয়ার ২.৬০ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৩৮ শতাংশ, এমজেএল বিডি’র ২.২৮ শতাংশ দর বেড়েছে। দর বৃদ্ধির এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।