dse- indexশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রভাব যেন তীব্রভাবে পড়েছে পুঁজিবাজারে। বাজেট পরবর্তী দুই কার্যদিবসেই সূচক ও লেনদেন ব্যাপকভাবে কমেছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ২৫ কোটি ২৪ লাখ টাকা কমে ৩০০ কোটি টাকার নিচে নেমে গেছে। আজ উভয় বাজারে প্রধান সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৪১০ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৭৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৮২ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ২৫ কোটি টাকা কম। রোববার লেনদেন হয়েছিলো ৩০৭ কোটি টাকা। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এরমধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত আছে ৪৭টি।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)প্রধান সূচক সিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে ৮ হাজার ২৬০পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৭০ লাখ টাকা। সিএসইতে মোট লেনদেন হওয়া ২২১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫৮টির,কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত আছে ২৩টির।