nbl lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লুজার তালিকার রয়েছে ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৩.৬৮ শতাংশ কমে টপটেন লুজারের শীর্ষে নেমে গেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, কোম্পানিটির গড়ে প্রতিদিন ১ কোটি ৪৪ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৭ কোটি ২১ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রগ্রেসিভ লাইফের প্রতিটি শেয়ারের দর কমেছে ১৩ দশমিক ৩৯ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৫৪ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ২ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংকের শেয়ার দর ১০ দশমিক ৫০ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭০ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আর এন স্পিনিংয়ের দর কমেছে ৮ দশমিক ৬১ শতাংশ, ফারইস্ট ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ৮  দশমিক ১৬ শতাংশ,

সাইফ পাওয়ারটেক লিমিটেডে ৮ দশমিক ০৬ শতাংশ, ফ্যামিলিটেক্স বাংলাদেশ লিমিটেডে ৭ দশমিক ২২ শতাংশ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ৭ দশমিক ১০ শতাংশ, এক্সিম ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ৬ দশমিক ৫৬ শতাংশ এবং প্রাইম ইসলামী লাইফের দর কমেছে ৫ দশমিক ৬৭ শতাংশ ।