tosrifaশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজর ঢাকা স্টকএক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারেরশীর্ষে রয়েছে বস্ত্র খাতের তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ বুধবার কোম্পানিটির শেয়ার দর ৯.৮৪ শতাংশ বেড়ে গেইনারের শীর্ষে অবস্থান করে। ডিএসই সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

তশরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আজ ১৯.৪০ টাকা থেকে ২১.২০ টাকা পর্যন্ত ওঠানামা করে সর্বশেষ ২১.২০ টাকায় লেনদেন হয়। সারাদিনে মোট ৩৬ লাখ ৮১ হাজার ১৯০টি শেয়ার ১ হাজার ৭৪৫ বার হাতবদল হয়।

টপটেন গেইনারের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলের ৯.৮২ শতাংশ, ইনটেকের ৮.৭৭ শতাংশ, ইউনাইটেড এয়ারের ৮.৩৩ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৭.৪১ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৬.৮২ শতাংশ, সিএমসি কামালের ৬.৮০ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৬.৩৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.১০ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬.০২ শতাংশ শেয়ার দর বেড়েছে।