bsec lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে বিনিয়োগে বৈচিত্র্য আনতে ডেরিভেটিভস গাইডলাইন অনুমোদন করেছে । বুধবার কমিশনের ৫৭৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। এই নীতিমালা প্রণয়নে বিএসইসির পক্ষ থেকে ২০১৭ সালের শেষ পর্যন্ত সময় চাওয়া হয়।

অর্থমন্ত্রণালয় সূত্র জানায়, ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস নীতিমালা প্রকাশের জন্য আগেই তাগিদ দেওয়া হয়েছিল। মন্ত্রী পরিষদ বিভাগের সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চুক্তি অনুযায়ী ২২ জুনের মধ্যে এই গাইডলাইন প্রকাশের নির্দেশ দেওয়া হয়। এ সময়ের মধ্যে এই নীতিমালা গেজেট আকারে প্রকাশের কথা রয়েছে।