gph ispatশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে জিপিএইচ ইস্পাতের শেয়ারের। এদিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১০ শতাংশ। বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে রবিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার জিপিএইচ ইস্পাতের শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৮ টাকা। রবিবার দিন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৩০.৮ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দরসীমা ছিল ২৮.৫ টাকা থেকে ৩০.৮ টাকা।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে— লাফার্জ সুরমার ৯.৮৯ শতাংশ, ডেফোডিল কম্পিউটারের ৯.৪৮ শতাংশ, ইউনাইটেড এয়ারের ৮.৯৩ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৮.৮১ শতাংশ, বেঙ্গল ইউন্ডজোর প্লাস্টিকের ৮.৬১ শতাংশ,

জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ৮.৩৭ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৮.৩৬ শতাংশ, সালভো কেমিক্যালের ৭.২৭ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৬.৯৫ শতাংশ দর বেড়েছে। দর বৃদ্ধির এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।