শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু ঘোষণা করেছে। কোম্পানির ৩৩তম এজিএম আগামী ২ জুন সকাল ১০টায় বঙ্গবন্ধু করনভেনশন সেন্টার, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
ব্যাংকটি ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদিত নেওয়ার জন্য এজিএমের তারিখ আগামী ২ জুন নিধার্রণ করে। কিন্তু এজিএম ভেন্যু পরে জানানো হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়। আজ তা ঘোষণা করেছে ব্যাংকটি।