চলতি সপ্তাহে ৭ কোম্পানির বার্ষিক সাধারণ সভা
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করেছে। কোম্পানিগুলো্ হলো:- বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানিসামিট অ্যালায়েন্স পোর্ট, ঢাকা ব্যাংক, যমুনা ব্যাংক, উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, মেট্রো স্পিনিং লিমিটেড। আয়োজিত সময় অনুযায়ী চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে এসব কোম্পানির এজিএম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বে-লিজিং: তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির এজিএম আগামী ৩১ মে সকাল ১১টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, আইডিবি ভবন, কাকরাইলে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পিপলস ইন্স্যুরেন্স: তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম আগামী ৩১ মে সকাল ১১টায় ঢাকা লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
সামিট অ্যালায়েন্স পোর্ট: তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট কোম্পানির এজিএম আজ সকাল ১১টায় সামিট অ্যালায়েন্স পোর্ট ডেপোট (ওয়েস্ট), কাটঘর, সাউথ পতেঙ্গা চিটাগং অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
ঢাকা ব্যাংক: তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংকের এজিএম ২৯ মে সকাল ১১টায় উৎসব হল, র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, এয়ারপোর্ট রোড, ক্যান্টমেন্টে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
যমুনা ব্যাংক: তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংকের এজিএম আগামী ৩০ মে সকাল ১০টায় পুলিশ কনভেনশন, ইস্কাটন গার্ডেনে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
উত্তরা ফিন্যান্স: তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফিন্যান্স কোম্পানির এজিএম আগামী ৩০ মে সকাল সাড়ে ১০টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
মেট্রো স্পিনিং: তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং কোম্পানির এজিএম আগামী ৩০ মে সকাল সাড়ে ৯টায় অনুষ্টিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।