শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড। আলোচিত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৬ দশমিক ২৬ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির গড়ে প্রতিদিন ১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এমজেএল বাংলাদেশ লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১১ দশমিক ২১ শতাংশ।
গড়ে প্রতিদিন কোম্পানিটির ১১ কোটি ৭১ লাখ ৪১ হাজার ৫০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪৬ কোটি ৮৫ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রেনেটা লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ১০ দশমিক ৪৯ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ কোটি ২০ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৮ কোটি ৮৩ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডে ১০ দশমিক ১১ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকে ১০ শতাংশ, জিলবাংলা সুগার মিলে ৮ দশমিক ৪২ শতাংশ, এসিআই লিমিটেডে ৮ দশমিক ২১ শতাংশ, বিডি অটোকারসে ৮ দশমিক ১০ শতাংশ, ইমাম বাটনে ৮ শতাংশ এবং ইউনাইটেড পাওয়ারে ৭ দশমিক ৮৪ শতাংশ দর কমেছে।