zaheen spinningশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)দরবৃদ্ধির তালিকার শীর্ষে অবস্থান করছে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচিত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২১ দশমিক ৫৬ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

zahin texজানা গেছে, কোম্পানিটির গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ২২ লাখ ২৬ হাজার ২৫০ টাকার শেয়ার। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৮৯ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ২১ দশমিক ০২ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ কোটি ৪৭ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১১ কোটি ৫১ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ১৮ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।

গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭ কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২৮ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-

আইপিডিসিতে ১৪ দশমিক ৪৮ শতাংশ, হামিদ ফেব্রিক্সে ১৩ দশমিক ৫৮ শতাংশ, প্রাইম ইসলামী লাইফে ১০ দশমিক ২০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনে ৯ দশমিক ৭২ শতাংশ, আর্গন ডেনিমে ৯ দশমিক ২৪ শতাংশ, অ্যাপেক্স ট্যানারিতে ৮ দশমিক ৭৬ শতাংশ ও মালেক স্পিনিং মিলসে ৮ দশমিক ০২ শতাংশ দর বেড়েছে।