bsec lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের (সিডিবিএল) কার্যক্রম তদারকি করতে ৫ সদস্যের কমিটি গঠন করেছে । বৃহস্পতিবার (মে ২৬) কমিশনের ৫৭৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন বিএসইসি পরিচালক রাজিব আহমেদ। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএসইসি পরিচালক মো. আবুল কালাম, শেখ মাহবুব-উর রহমান ও মো. গোলাম কিবরিয়া। এ ছাড়া কাজী মো. আল-ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

বিএসইসি সূত্র জানায়, গঠিত ওই কমিটি প্রতি মাসে সিডিবিএলের কার্যক্রম নিয়মিত পরিদর্শন করবে। তবে কমিশন প্রয়োজন মনে করলে সে কোনো সময় পরিদর্শন হতে পারে।

এদিকে কর্পোরেট গভর্ন্যান্স গাইড লাইন (সিজিজি)-সংক্রান্ত আইন সংশোধনে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন এম হাছান মাহমুদ, প্রদীপ কুমার বসাক, মো. আবুল কালাম এবং মো. ফখরুল ইসলাম মজুমদার।