শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউজগুলোর কাছে মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে। যেসব বিনিয়োগকারীদের মার্জিন ঋণ রয়েছে, তাদের ই-টিআইএন নম্বর রেকর্ড তারিখে জমা দিতে হবে। ডিএসই সূত্রে জানা গেছে।
কোম্পানিটি ব্রোকার হাউজগুলোকে আরও বলেছে, মার্জিন ঋণধারীদের বেনিফিশিয়ারি নাম (ডিপি), ব্যাংকের নাম, ব্যাংক হিসাব ও রাউটিং নম্বর ই-মেইল বা ফ্যাক্সের মাধ্যমে পাঠাতে হবে।
উল্লেখ্য, মার্জিন ঋণধারীদের কাছে আগামী ৩১ মের মধ্যে নগদ লভ্যাংশ পাঠাতে উল্লেখিত তথ্য চেয়েছে বাটা সু।