holted lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ কোম্পানির শেয়ার বিক্রেতা নেই। এর মধ্যে দুটোই বস্ত্র খাতের কোম্পানি। কোম্পানিগুলো হল: জাহিনটেক্স এবং মডার্ন ডাইং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সুত্রে মতে, দুপুর ১২টার দিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব কোম্পানির শেয়ার বিক্রেতার সংকটে হল্টেড হয়। সর্বশেষ তথ্য মতে জাহিনটেক্সের ১ লাখ ৭৯ হাজার ৭৫৫টি শেয়ার ১৯৭ বার লেনদেন হয়।

যার বাজার মূল্য ৩৫ লাখ ৬৪ হাজার টাকা। একই সময়ে কোম্পানির ৬ হাজার ৪৭৬টি শেয়ার ২০.২০ টাকা দরে ক্রয়ের আবেদন থাকলেও কোন বিক্রয়ের আবেদন না থাকায় শেয়ারটি হল্টেড হয়। শেয়ারটিতে লেনদেন হওয়া সর্বশেষ দর ২০.৩০ টাকা।

এবং মডার্ন ডাইংয়ের ৫০টি শেয়ার ১ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ৪ হাজার টাকা। একই সময়ে কোম্পানির ২৫০টি শেয়ার ৯০.২০ টাকা দরে ক্রয়ের আবেদন থাকলেও কোন বিক্রয়ের ছিল না। শেয়ারটিতে লেনদেন হওয়া সর্বশেষ দর ৮৬.৩০ টাকা।