dse lago curentশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লুজারের টপ টেন তালিকায় রয়েছে ৪ বীমা কোম্পানি। কোম্পানিগুলো হলো বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স, এশিয়া ইনস্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনালইনস্যুরেন্স ও কন্টিনেন্টাল ইনস্যুরেন্স।

আজ সবচেয়ে বেশি দর কমেছে এমজেএল বাংলাদেশের শেয়ারের। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১০.৯৬ শতাংশ। মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার এমজেএল বাংলাদেশের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১০৮.৬ টাকা। বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৯৬.৭ টাকায়। দিনের মধ্যে শেয়ারটির দরসীমা ছিল ৯৬.৩ টাকা থেকে ১০০ টাকা।

দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে—মডার্ন ডাইং-এর ৭.২৮ শতাংশ, রহিমা ফুডের ৭.১৩ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্সের ৬.৭৬ শতাংশ, এশিয়া ইনস্যুরেন্সের ৫.৮০ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৫.২০ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৪.৮৪ শতাংশ, যমুনা ব্যাংকের ৪.৬৫ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের ৪.৫৮ শতাংশ, কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের ৪.৫৫ শতাংশ দর কমেছে। দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।