shahjibazarশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে ছিল শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড (এসপিসিএল)।  এই সময়ে কোম্পানিটি ১৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনের ২ ঘণ্টায় শাহজিবাজারের ১৩ লাখ ৪০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর শেয়ারটি লেনদেন হচ্ছে ১২৮ টাকা ৭০ পয়সা দরে। আগের দিনের তুলনায় শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৬ পয়সা বা ২ দশমিক ৭০ শতাংশ।

প্রসঙ্গত, এসপিসিএল পুঁজিবাজারে জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি। জ্বালানি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান পেট্রাম্যাক্স এসপিসিএলের অঙ্গ প্রতিষ্ঠান। বর্তমানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বছরে প্রায় ৭৩ কোটি টাকার প্রবৃদ্ধি বাড়বে প্রতিষ্ঠানটির। আর এমন খবরেই বুধবার শাহজিবাজার লেনদেনের শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এমজেএলবিডি। এই কোম্পানি ১২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ফ্যামিলিটেক্স ৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন ৪ কোটি ৯৭ লাখ টাকা, লাফার্জ সুরমা ৪ কোটি ৭৯ কোটি টাকার, ডরিন পাওয়ার ৪ কোটি ৭৮ লাখ টাকার, আমান ফিড ৩ কোটি ৯০ লাখ টাকার, খান ব্রাদার্স ৩ কোটি ৬৬ লাখ টাকার, তিতাস গ্যাস ৩ কোটি ১১ লাখ টাকার ও সিভিও পেট্রো কেমিক্যাল ২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।