শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে রয়েছে এমজেএল বাংলাদেশ লিমিটেড। আজ শেয়ারটির দর কমেছে ১২ টাকা ২০ পয়সা বা ১১ দশমিক ২৩ শতাংশ।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ৯৬ টাকা ৪০ পয়সা দরে। এদিন কোম্পানির ২ হাজার ৩২৮ বারে ১৮ লাখ ৮১ হাজার ৮৪৩টি শেয়ার লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মডার্ণ ডাইংয়ের ৫ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৪১ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটি ৩২ বারে ৯৭০টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা রহিমা ফুডের ৪ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৯ শতাংশ দর কমেছে। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিজিআইসি, এশিয়ান ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, যমুনা ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।