শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)দরপতনের শীর্ষে রয়েছে বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড। আজ শেয়ারটির দর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৫৩ শতাংশ। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪১৬ বারে ৮ লাখ ৩৬ হাজার ৭৭০টি শেয়ার লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা মডার্ণ ডাইংয়ের ৪ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ২ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১০৯ টাকা ৮০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ১৪ বারে এক হাজার ৯৯২টি শেয়ার লেনদেন করে। প্রিমিয়ার ব্যাংক ৬০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনার বাংলা ইন্স্যুরেন্স, এসিআই, আইসিবি ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ইম্পলোইস প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড, প্রভাতি ইন্স্যুরেন্স, কেপিসিএল ও বিডি অটোকার্স।