stock exchange news

Tallu Spinning Mils LTD

শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজারের তালিকার শীর্ষে অবস্থান করছে তাল্লু স্পিনিং লিমিটেড। আলোচিত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১১ দশমিক ১৮ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির গড়ে প্রতিদিন ১ কোটি ২৯ লাখ ৩৪ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬ কোটি ৪৬ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ৯ দশমিক ৮২ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ৭৪ লাখ ৪৩ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৮ কোটি ৭২ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ৯ দশমিক ৪৫ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৫৬ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি ফাইন্যান্সে ৯ দশমিক ২৩ শতাংশ, এক্সিম ব্যাংকে ৯ দশমিক ২০ শতাংশ, লিন্ডে বাংলাদেশে ৮ দশমিক ৫৩ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকে ৮ দশমিক ২৬ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসে ৭ দশমিক ৮২ শতাংশ, কে অ্যান্ড কিউতে ৭ দশমিক ৫৫ শতাংশ এবং বেক্সিমকোতে ৬ দশমিক ৮৭ শতাংশ দর কমেছে।