শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি ফু-ওয়াং সিরামিকসের পরিচালনা পর্ষদ নতুন হাইড্রেলিক প্রেস আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ফোসান হেংলিথাই মেশিনারি কোম্পানির সাথে চুক্তি সই করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চায়নাভিত্তিক মেশিনারি সরবরাহকারী কোম্পানি ফোসান হেংলিথাইয়ের কাছ থেকে নতুন হাইড্রেলিক প্রেস আমদানি করবে ফু-ওয়াং সিরামিকস। আর এ মেশিন আমদানি করতে ৩ লাখ ৫৬ হাজার ৯২০ মার্কিন ডলার ব্যয় হবে। নতুন আমদানি করা যন্ত্রপাতি গাজীপুরের কারখানাতে স্থাপন করবে কোম্পানিটি।
নতুন যন্ত্রপাতির মাধ্যমে ফু-ওয়াং সিরামিকসের প্রতিদিন প্রায় ৭ হাজার ৫০০ বর্গফুট টাইলস উৎপাদন বাড়বে বলে জানানো হয়েছে।