শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬টি কোম্পানির লেনদেন আগামী রোববার চালু হবে। রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানিগুলোর লেনদেন বন্ধ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি ইন্স্যুরেন্স, সিএমসি কামাল, রেকিট বেনকিজার, খুলনা পাওয়ার কোম্পানি, ফার্স্ট ফিন্যান্স, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ডারি, প্রভাতি ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, এসিআই, এসিআই ফরমুলেশন, ইসলামী ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং, জিবিবি পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট ও ইনটেক অনলাইন।
সূত্র জানায়, এর আগে কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু করেছিল; যা গতকাল বুধবার শেষ হয়।