শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি লেনদেন রোববার বন্ধ থাকবে। আগামী ২৪ মে মঙ্গলবার থেকে আবারও যথাযথ নিয়মে চলবে কোম্পানিগুলোর লেনদেন।
এগুলো হলো- মেরিকো বাংলাদেশ, রেনেটা, কর্ণফুলী ইন্স্যুরেন্স, জেনারেল নেক্সট, ঢাকা ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, এশিয়া ইন্স্যুরেন্স, গোল্ডেন হ্যাভেস্ট, আজিজ পাইপস এবং প্যারমাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২২ মে রোববার কোম্পানিগুলার বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। আর তাই ওইদিন লেনদেন বন্ধ রাখবে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ।