শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহেরর চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের আড়াই ঘন্টায় ২ কোম্পানির বিক্রেতা উদাও হয়ে গেছে। কোম্পানিগুলো হল: বীমা খাতের বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং বস্ত্র খাতের মডার্ন ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দুপুর ১২টার দিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব কোম্পানির শেয়ার বিক্রেতার সংকটে হল্টেড হয়। সর্বশেষ তথ্য মতে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১১ লাখ ৫৮ হাজার ৮৬০টি শেয়ার ৭৪৭ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ১ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার টাকা। লেনদেন হওয়া সর্বশেষ শেয়ার দর ১৩ টাকা।
এদিকে, মডার্ণ ডাইংয়ের ৫ হাজার ৭৮টি শেয়ার ৪৩ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ৫ লাখ ৬৫ হাজার টাকা। কোম্পানির লেনদেন হওয়া সর্বশেষ শেয়ার দর ১১১.৬০ টাকা।