rakশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের কারখানা সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়েছে। কোম্পানিটি গত মঙ্গলবার থেকে টাইলস প্লান্টের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য নতুন যন্ত্রপাতি স্থাপনের কাজ সম্পন্ন করেছে। এতে প্রতিদিন প্রায় ১০ হাজার স্কয়ার মিটার টাইলস উৎপাদনের কাজ করা যাচ্ছে।

উল্লেখ্য, নতুন টাইলস উৎপাদনে কোম্পানিটির বছরে প্রায় ৩০০ কোটি ৮০ লাখ টাকার টার্নওভার বাড়বে।