salvoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে সালভো কেমিক্যাল ইন্ডাষ্ট্রির শেয়ারের। আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯.৯০ শতাংশ। সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

salvo rateসোমবার সালভো কেমিক্যালের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১০.১ টাকা। মঙ্গলবার দিন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১১.১ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দরসীমা ছিল ১০.১ টাকা থেকে ১১.১ টাকা।

এছাড়া দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে- লাফার্জ সুরমা সিমেন্টের ৯.৯০ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৭.৬১ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৭.৩৮ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬.৫০ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৫.৯৩ শতাংশ, হাক্কানি পাল্পের ৫.৫৩ শতাংশ, আমান ফিডের ৫.২৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালসের ৫.০৭ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৪.৯৪ শতাংশ দর বেড়েছে।