শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনে ২ ঘন্টায় তালিকাভূক্ত তিন কোম্পানি বিক্রেতা উদাও হয়ে গেছে। কোম্পানিগুলো হলো- সিমেন্ট খাতের লাফার্স সুরমা, বস্ত্র খাতের মর্ডাণ ডাইং এবং ইন্স্যুরেন্স খাতের ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে।
জানা যায়, লেনদেনের দুই ঘন্টায় কোম্পানিগুলোর ক্রেতা থাকলেও বিক্রেতা উধাও ছিল। এ সময় লাফার্স সুরমার ১৭ লাখ ৩৯ হাজার ৯৫৬ শেয়ার এক হাজার ৯৫১ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১০ কোটি ৭০ লাখ ৩৪ হাজার টাকা। কোম্পানির সর্বশেষ শেয়ার দর ছিল ৬৩.৩০ টাকা।
এদিকে, মর্ডাণ ডাইংয়ের ৪ হাজার ১১১টির শেয়ার ১০৫ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ছিল ৪ লাখ ১১ হাজার টাকা কোম্পানির সর্বশেষ শেয়ার দর ছিল ১০১.৫০ টাকা।
এ ছাড়া বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১১০টি শেয়ার মাত্র ১ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ২ হাজার টাকা। কোম্পানির সর্বশেষ শেয়ার দর ছিল ১৯.১০ টাকা।