শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ কোম্পানিটির বোর্ড সভায় এ অনীরিক্ষিত প্রতিবেদন অনুমোদন দেয় কোম্পানি কর্তৃপক্ষ।
কোম্পানি সূত্রে জানা যায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা। যা আগের বছর একই সময় ছিল ২ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা।
এদিকে, প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (বেসিক) হয়েছে ০.৪৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৭৭ টাকা। যদিও চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (সমন্বীত) হয়েছে ০.৪৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৪২ টাকা।
এদিকে, প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ০.১২ টাকা (ঋণাত্মক), যা আগের বছর একই সময় ছিল ২.১১ টাকা। প্রতিবেদন সূত্রে জানা যায়, ৩১ মার্চ ২০১৬-এ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৩২.৮৪ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৩২.৩৬ টাকা।