ডিএসইতে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সুচকের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন আর্থিক লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে ২৫৮ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগে ২০১৫ সালের ১৫ নভেম্বর এর চেয়ে কম লেনদেন হয়েছিল। ওইদিন ২২১ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে রবিবারের লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪২৭৫.৪৮ পয়েন্টে। এর আগে বুধবার ১১.৮৭ পয়েন্ট ও বৃহস্পতিবার ১৯.৮০ পয়েন্ট কমেছিল। এদিন লেনদেন হওয়া ৩১৪টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২০৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।
ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লিন্ডে বাংলাদেশের শেয়ার। এ কোম্পানির ১৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ডরিন পাওয়ারের ১২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। লেনদেনে এরপর রয়েছে— বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, এমজেএলবিডি, লংকাবাংলা ফাইন্যান্স, বিএসআরএম লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, স্কয়ার ফার্মা।
অপর শেয়ারবাজার সিএসইতে রবিবারের লেনদেনে সিএসসিএক্স মূল্যসূচক ৩৮.৯৪ পয়েন্ট কমে ৮০০৪.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বুধবার ১৭ পয়েন্ট ও বৃহস্পতিবার ৩১.৪৩ পয়েন্ট কমেছিল। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যার পরিমাণ আগের দিন ছিল ১৬ কোটি ৭৪ লাখ টাকা। লেনদেন হওয়া ২১৯টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৩৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির।