শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানির প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে ৬১ পয়সা। গত বছর এই সময়ে ইপিএস ছিল ৫২ পয়সা।
কোম্পানিটির (জানুয়ারি, ১৬- মার্চ ১৬) আর্থিক প্রতিবেদনে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গছে।
জানা গেছে, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৬১ পয়সা। আগের বছর একই সময়ে এটি ছিল ৫২ পয়সা। এ হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ১৭ দশমিক ৩০ শতাংশ বা ৯ পয়সা। অন্যদিকে আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭৭ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ১৬ টাকা ২৬ পয়সা।