শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি, ১৬- মার্চ, ১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, এ সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৫ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৯৫ পয়সা।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। প্রথম প্রান্তিক শেষে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮২ টাকা ৫০ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৭৮ টাকা ৮০ পয়সা।