dse lago curentশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের শেষ কার্র্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ঢাকা ব্যাংকের শেয়ারের। এদিন কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৩.১৩ শতাংশ। বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ঢাকা ব্যাংকের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৬ টাকা। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১৩.৯ টাকায়। দিনের মধ্যে শেয়ারটির দরসীমা ছিল ১৩.৩ টাকা থেকে ১৪.৬ টাকা।

দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে— ইসলামী ব্যাংকের ৯.৭৭ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৮.৫৯ শতাংশ, আজিজ পাইপসের ৬.২৩ শতাংশ, জাহিন টেক্সটাইলের ৫.৫৯ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৫.৩৬ শতাংশ, ফাইন ফুডসের ৪.৮৮ শতাংশ,

আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ১ : স্কিম ১ এর ৪.৫৫ শতাংশ, জেমিনি সী ফুডের ৪.২৮ শতাংশ, মন্নু জুট স্টাফলারের ৪.২২ শতাংশ দর কমেছে। দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।