ডিএসইতে সূচক কমেছে ১৯, সিএসইতে ২৭ পয়েন্ট
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস সুচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরুতে সুচকের নিন্মমুখী প্রবনতা শুরু হলে শেষ পর্যন্ত অব্যাহত থাকে। পাশপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ১৯ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ২৭ পয়েন্ট।
আজ উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৭২ লাখ টাকা। গত বুধবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৩০ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ১১ কোটি ৫৮ লাখ টাকা। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। আজ ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩১১ কোটি ৯৯ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩২২ কোটি ০২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১০ কোটি ৩ লাখ টাকা।
আজ ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৪০ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ পয়েন্টে এবং ৬ দশমিক ২৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৫৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লিন্ডে বাংলাদেশ, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা, বিএসআরএম স্টিল, বাংলাদেশ শিপিং করপোরেশন, ডোরিন পাওয়ার, ফারইস্ট নিটিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং শাহজিবাজার পাওয়ার। অন্যদিকে আজ সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৬ কোটি ৭৩ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ১৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১ কোটি ৫৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২৭ দশমিক ৬৪ পয়েন্ট কমে ৮ হাজার ৪৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৬ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১৩ হাজার ২৩২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ১৬ পয়েন্ট কমে ৯৭২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ০ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১২ হাজার ২৯৮ পয়েন্টে অবস্থান করছে। আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১১৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে আজ সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিল, ডোরিন পাওয়ার, মবিল যমুনা, কেয়া কসমেটিকস এবং কেডিএস এক্সেসরিজ।