শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের দেড় ঘন্টায় ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার হল্টেড হয়েছে। কোম্পানির অসংখ্যা ক্রেতা থাকলেও বিক্রেতার কোন খোঁজ মিলেনি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তবে হঠাৎ তসরিফা ইন্ডাস্ট্রিজের বিক্রেতা উদাও নিয়ে বিনিয়োগকারীদের মাঝে চলছে নানা আলোচনা। কেউবা বলেছেন তসরিফা ইন্ডাস্ট্রিজের সামনে দর আরো বাড়বে। কেউবা বলেছেন নতুন করে তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার নিয়ে কারসাজি চলছে। আসলে কি কারনে দর বাড়ছে এ নিয়ে কৌতুহলের শেস নেই।
লেনদেনের দেড় ঘন্টায় তসরিফা ইন্ডাস্ট্রিজের ক্রেতা দেখা দিলেও বিক্রেতা উধ্ওা ছিলো। এ সময় কোম্পানির ৫ লাখ ৮৩ হাজার ৯২৬টি শেয়ার ৩৮১ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা। আর তসরিফার সর্বশেষ শেয়ার লেনদেন হয় ১৬.২০ টাকা।