ডিএসইতে লেনদেন কমেছে ২৫.২৩ শতাংশ
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের শেয়ারবাজারে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই স্টক এক্সচেঞ্জেই সব ধরণের সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। দেশের প্রধান শেয়ারবজার ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ২৫ দশমিক ২৩ শতাংশ।
বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৩১৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৭৩ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৩২২ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ১০৮ কোটি ৬৭ লাখ টাকা কম। মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৪৩০ কোটি টাকা। ডিএসইতে মোট ৩১৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৬ টির, কমেছে ১২৭ টির এবং অপরিবর্তিত আছে ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ১৭ পয়েন্ট কমে ৮ হাজার ৭৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৩ পয়েন্ট কমে ৯৭৬ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে ১২ হাজার ৩০৮ পয়েন্টে, সিএসপিআই সূচক ২৬ পয়েন্ট কমে ১৩ হাজার ২৮৫ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ৯৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ১৮ কোটি ২৮ লাখ টাকা। সিএসইতে মোট ২২৭ টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪ টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত আছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার দর।