azizpipesশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি আজিজ পাইপের শেয়ারের দর কোনো ধরনের মূল্য সংবেদশীল তথ্য ছাড়াই লাগামহীন ভাবে শেয়ার দর বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপস লোকসানে রয়েছে। এরপরও বেশ কিছুদিন ধরে কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ২ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪১ টাকা ৭০ পয়সা। মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৫৮ টাকা ৬০ পয়সা। মোট সাত কার্যদিবসের মধ্যে এক কার্যদিবস দর সামান্য পতন হয়েছে।

এছাড়া ছয় কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা ৯০ পয়সা। এর আগে গত ১৭ এপ্রিল থেকে কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বেড়েছিল। লোকাসানি কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জসহ (ডিএসই) সংশ্লিষ্টরা।

এ কারণে ডিএসই থেকে কোম্পানিটির শেয়ার দর বাড়ার কারণ জানতে নোটিশ প্রদান করে। নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কোম্পানির শেয়ার দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের নিকট নেই। উল্লেখ্য, কোম্পানিটির পুঁঞ্জিভূত লোকসানের পরিমাণ ৪০ কোটি ১৯ লাখ টাকা।